Header Ads

যাত্রীদের বহু দিনের দাবী অবশেষে মেনে নিল মেট্রো কর্তৃপক্ষ। সস্তি ফিরল যাত্রীদের।

নজরবন্দি ব্যুরোঃ তিলোত্তমার লাইফলাইন মেট্রো রেল। কম সময়ে বেশি দূরত্বে যাওয়ার জন্য মেট্রোই ভরসা আমজনতা। কিন্তু সেই লাইফলাইন নিয়ে অভিযোগের অন্ত নেই যাত্রীদের। সেই অভিযোগের তালিকায় শৌচাগারের অভাবটিও যুক্ত ছিল। বহুদিন ধরেই যাত্রীদের দাবি ছিল প্রতিটি মেট্রো স্টেশনেই শৌচাগার তৈরি হোক। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তরফেও মেট্রো স্টেশনে শৌচাগারের বন্দোবস্তের দাবি জানানো হয়।অবশেষে মেট্রো রেলের সিদ্ধান্তে ভোগান্তি দূর হতে চলেছে যাত্রীদের।
 মেট্রো রেলের তরফে জানানো হয়েছে মোট ২৪টি স্টেশনের মধ্যে চারটি মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য তৈরি শৌচাগার আপাতত তাঁরা ব্যবহার করতে পারবেন। পরে সেই সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়াও এবার থেকে সাধারণ যাত্রীরা কর্মীদের জন্যে থাকা শৌচাগারগুলি ব্যবহার করা যাবে। সেই বিষয়ে ইতিমধ্যে স্টেশন মাস্টারদের কাছে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.