Header Ads

আইসল্যান্ডের জাতীয় দলে খেলার প্রস্তাব রায়ডুকে।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে সুযোগ পাননি। যা নিয়ে ক্ষোভ ছিল। পরে শিখর ধাওয়ান এবং বিজয় শংকরদের পরিবর্ত হিসেবেও তাঁর নাম ভাবা হয়নি। যা নিয়ে ক্ষোভ আরও বেড়েছিল রায়ডুর। শেষপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মিডল-অর্ডারের এই ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে প্রায় দেড় বছর ধরে ভারতীয় দলের ৪ নম্বর জায়গাটা ছিল তাঁর দখলে। মূল দলে সুযোগ না পেলেও, বিসিসিআই পরে স্ট্যান্ড বাই ক্রিকেটারদের তালিকায় নাম রেখেছিল রায়ডুর। ঠিক হয়, বিশ্বকাপ চলাকালীন কোনও ক্রিকেটার চোট পেলে 'স্ট্যান্ড বাই'-রা সুযোগ পেতে পারেন।
 শিখর ধাওয়ান চোট পাওয়ার পর অবশ্য রায়ডুর নাম ভাবা হয়নি। সুযোগ দেওয়া হয় ঋষভ পন্থকে। এরপর বিজয় শংকর চোট পাওয়ার পরও ভাবা হয়নি রায়ডুর নাম। সুযোগ দেওয়া হয় স্ট্যান্ড বাই ক্রিকেটারদের তালিকায় নাম না থাকা ময়ঙ্ক আগরওয়ালকে। এতেই অভিমান বাড়ে রায়ডুর। আর সেই কারণে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। তবে অম্বাতি রাইডু যাতে খেলা চালিয়ে যান তাঁর জন্য সচেষ্ট হল জাতীয় ক্রিকেট বোর্ড। তবে তা ভারতীয় নয়। এবার আইসল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার জন্যে অম্বাতি রাইডুকে প্রস্তাব দিল সেদেশের ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে আইসল্যান্ডে গিয়ে পাকাপাকি ভাবে থাকারও প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.