তবে কি তৃণমূল-সিপিএম এক হচ্ছে? আলিমুদ্দিনে বসে কি ইঙ্গিত দিলেন গৌতম দেব?
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনের পর তাঁর বলা কথা মিলে গিয়েছে, তিনি গৌতম দেব। আর এই নির্বাচনের পর তৃণমূল সুপ্রিম বিধান্সভাতে সমস্থ ধর্ম নিরপেক্ষ শক্তি কে এক হবার ডাক দিয়েছেন তার পর থেকেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে তবেকি বিজেপি কে আটকাতে রাজ্যে এক হবেন তৃণমূল-সিপিএম? বাংলার এক প্রথম সারির সংবাদ মাধ্যম আলিমুদ্দিনে গৌতমবাবুর কাছে প্রশ্ন করেন আপনি বলেছিলেন, মমতাকে বাঁচতে সিপিএমের কাছে আসতে হবে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর আপনার ভবিষ্যত্ বাণী মিলে গিয়েছে।
বিভিন্ন জায়গায় সিপিএমের পার্টি অফিস খোলাচ্ছে তৃণমূল। তাদের বন্ধুত্বের হাত কি ধরবে সিপিএম? জবাবে গৌতম দেব বলেন, রাজনীতি সম্ভাবনার খেলা। এখানে কেউ অস্পৃশ্য নয়। মমতার হাত ধরার ব্যাপারে হ্যাঁ বা না কিছুই বলছি না। তবে মমতাকে এখনো অনেক কিছু করতে হবে। আমাদের শর্ত মানলে তবেই তাঁর সঙ্গে সহযোগিতা সম্ভব।
বিভিন্ন জায়গায় সিপিএমের পার্টি অফিস খোলাচ্ছে তৃণমূল। তাদের বন্ধুত্বের হাত কি ধরবে সিপিএম? জবাবে গৌতম দেব বলেন, রাজনীতি সম্ভাবনার খেলা। এখানে কেউ অস্পৃশ্য নয়। মমতার হাত ধরার ব্যাপারে হ্যাঁ বা না কিছুই বলছি না। তবে মমতাকে এখনো অনেক কিছু করতে হবে। আমাদের শর্ত মানলে তবেই তাঁর সঙ্গে সহযোগিতা সম্ভব।
Loading...
কোন মন্তব্য নেই