Header Ads

শিক্ষাঙ্গনে চাঁদার জুলুম, হামলা শিক্ষকের ওপর! প্রতিবাদে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও শিক্ষকদের।

নজরবন্দি ব্যুরো: গত ২৭ তারিখে হুগলির মগরা চক্রের বাঁশবেড়িয়া মধুকুন্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অর্ণব চট্টোপাধ্যায়কে কয়েকজন দুষ্কৃতি মারধর করেন। তিনদিন হসপিটালে ভর্তি ছিলেন ওই শিক্ষক। অভিযোগ করার পরেও অভিযুক্তরা গ্রেফতার হয় নি। এই ঘটনার প্রতিবাদে মইদুল ইসলামের নেতৃত্বে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা আজ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন।

প্রতিবাদে চন্দননগর পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করেন তাঁরা। কমিশনারের অফিসের সামনে অর্ণব-বাবুর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ও আক্রান্ত শিক্ষকের নিরাপত্তার দাবীতে অবস্থান বিক্ষোভ চলে। পুলিশ কমিশনার অবস্থান স্থলে এলে শিক্ষকদের সাথে পুলিশের প্রথমে কথা কাটাকাটি ও পরে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠার আগে কমিশনার বৈঠক করতে চান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিনিধিদের সাথে।
অবশেষে ৬ জন প্রতিনিধির সাথে কমিশনার বৈঠক সারেন। পুলিশ কমিশনার আশ্বাস দেন আগামীকাল পুলিশ স্কুলে গিয়ে তদন্ত শুরু করবে এবং দ্রুত ব্যাবস্থা নেবে। কমিশনারের আশ্বাস পেয়ে বিক্ষোভ তথা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষকরা।

প্রসঙ্গত, কিছুদিন আগে হুগলী জেলার মগড়া দক্ষিণ চক্রের খামারপাড়া নিঃবুনিঃ বিদ্যালয়ে আক্রান্ত হন শিক্ষক অর্ণব চট্টোপাধ্যায়। স্কুল চলাকালীন সহকর্মীদের সামনেই এই আক্রান্ত হবার ঘটনা ঘটে। চাঁদার জুলুমের প্রতিবাদ করায় এই হামলা বলে জানা গিয়েছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.