এবার ডোমকল পুরসভা হাতছাড়া হতে চলেছে তৃণমূলের? ইঙ্গিত সেদিকেই।
নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের হাতছাড়া হতে চলেছে একটি পুরসভা? প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠছে এবং ঘটনা প্রবাহের ইঙ্গিত যথেষ্ট অর্থবহ। মুর্শিদাবাদের ডোমকল পুরসভায় তৃণমূল পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলেরই কাউন্সিলররা।সংখ্যাগরিষ্ঠ পুর প্রতিনিধিরা অনাস্থা ব্যাক্ত করেছেন পুরপ্রধান সৌমিক হোসেনের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ দূর্নীতিতে ডুবে গেছেন পুরপ্রধান, স্বৈরাচারীর মতো পুরবোর্ড চালাচ্ছেন তিনি।
তিনি পুরপ্রধান হিসেবে নাগরিকদের পরিষেবা দিতে সম্পূর্ণ রূপে ব্যর্থ।বিক্ষুব্ধ কাউন্সিলরদের দাবি, বিষয়টি জেলা সভাপতি ও দলীয় নেতৃত্বকে জানানো হয়েছিল৷ কিন্তু, কাজেক কাজ হয়নি৷ উল্লেখ্য ডোমকল পুরসভায় মোট ২১টি আসন রয়েছে যার মধ্যে ১৩ জন কাউন্সিলর অনাস্থা এনেছেন। সুতরাং স্বাভাবিক ভাবেই ডোমকলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তৃণমূল পুরবোর্ড। আগামী ১৫ দিনের মধ্যে পুরপ্রধান নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে পুরবোর্ড থেকে নিয়ন্ত্রন হারাবে তৃণমূল! তৃণমূল সূত্রে খবর বিজেপি এই ঘটনার নেপথ্যে রয়েছে।
যদিও ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৬ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর পঞ্চায়েত থেকে পুরসভায় উন্নীত করা হয় ডোমকল কে।প্রথম পুরপ্রধান হন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া মান্নান হোসেনের ছেলে সৌমিক হোসেন। প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথম ভোটগ্রহণ হয় ডোমকল পুরসভায়। ২১টার মধ্যে ২০টা ওয়ার্ডে জিতে সেখানে বোর্ড গঠন করে তৃণমূল।
তিনি পুরপ্রধান হিসেবে নাগরিকদের পরিষেবা দিতে সম্পূর্ণ রূপে ব্যর্থ।বিক্ষুব্ধ কাউন্সিলরদের দাবি, বিষয়টি জেলা সভাপতি ও দলীয় নেতৃত্বকে জানানো হয়েছিল৷ কিন্তু, কাজেক কাজ হয়নি৷ উল্লেখ্য ডোমকল পুরসভায় মোট ২১টি আসন রয়েছে যার মধ্যে ১৩ জন কাউন্সিলর অনাস্থা এনেছেন। সুতরাং স্বাভাবিক ভাবেই ডোমকলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তৃণমূল পুরবোর্ড। আগামী ১৫ দিনের মধ্যে পুরপ্রধান নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে পুরবোর্ড থেকে নিয়ন্ত্রন হারাবে তৃণমূল! তৃণমূল সূত্রে খবর বিজেপি এই ঘটনার নেপথ্যে রয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই