জাইরার অভিনয় ছাড়া নিয়ে অনুপমের সন্দেহ কি ঠিক? কি বললেন অভিনেতা?
নজরবন্দি ব্যুরোঃ দুদিন আগে দঙ্গল গার্ল অভিনেত্রী জাইরা ওয়াসিম জানিয়েছেন তিনি আর অভিনয় করবেন না। যা নিয়ে তোলপাড় চলছে বলিউডে। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা অনুপম খের। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে বলেন – “ ১৬-১৭ বছরের একটি মেয়েকে এমন সিদ্ধান্ত নিতে হল ব্যাপারটা খুবই দুঃখজনক। ওঁর আবেগ ও ব্যক্তিগত পছন্দকে যদিও সম্মান করি। কিন্তু কেরিয়ারের গোড়াতেই ওঁকে এমন সিদ্ধান্ত নিতে হল ভেবেই কষ্ট পাচ্ছি। এক দিকে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলছি আমরা আর এক দিকে এই ধরনের চিন্তাভাবনা।
ব্যক্তিগত ভাবে আমি মনে করি, ওঁর এমনটা করা উচিত হয়নি। উনি এক জন স্বাধীন নাগরিক। এই দেশে সকলের নিজের মর্জিমতো বাঁচার মৌলিক অধিকার রয়েছে”। তিনি আর বলেন “ধর্মবিশ্বাসে যাতে আঘাত না লাগে তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাইরা। নিজের মতামত জানানোর অধিকার ওঁর রয়েছে। কিন্তু ওঁর পোস্ট পড়ে অসম্ভব কষ্ট হয়েছে আমার। কোথাও না কোথাও মনে হয়েছে এক রকম বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে ওঁকে। এটা কখনওই ওঁর একার সিদ্ধান্ত হতে পারে না”। এই প্রবীণ অভিনেতা মনে করছেন কারও চাপে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
Loading...
কোন মন্তব্য নেই