ইতিহাস পাল্টাতে সিদ্ধহস্ত নির্মল বাবু আবার দিলেন নতুন তথ্য। উঠল হাঁসির রোল, কি জানেন?
নজরবন্দি ব্যুরোঃ এর আগেও তিনি বহুবার পাল্টে দিয়েছেন ইতিহাস! আবারও পাল্টালেন। তিনি আর কেও নন তিনি হলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী তথা কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ নির্মল মাজি। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে বিধান চন্দ্র রায়ের ব্রঞ্চ মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন নির্মল বাবু। সেখানে তিনি বলেন স্যার স্যার রোনাল্ড রস নাকি এই কলেজ থেকে ডাক্তারিতে এমডি করেছেন।
মন্ত্রীর এই কথা শুনে চাপা হাঁসির রোল উঠে দর্শক আসনে বসে থাকা ডাক্তার,নার্স ও হাসপাতাল কর্মীদের মধ্যে। এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন নির্মল বাবু। কিছুদিন আগে কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি বলে বসেন এশিয়ার প্রথম মেডিক্যাল কলেজ তথা কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই রকম ভুল তিনি অনেক করেছেন আবারও হয়তো করবেন, বর্তমানে করলেন আর হাঁসির পাত্র হলেন।
Loading...
কোন মন্তব্য নেই