আগামী ৬ ও ৭ আগষ্ট শহর জুড়ে ট্যাক্সি ধর্মঘটের ডাক।
নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়াকার্স ফেডারেশন ও বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনে এই দুই সংগঠন মিলে টানা ৭২ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল। বুধবার ৪৮ ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কার্স ফেডারেশন। তাঁর কিছুক্ষণের মধ্যে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ টানা ৭২ ঘন্টা ট্যাক্সি ধর্মঘট এর কথা ঘোষণা করেন। তিনি বলেন তাদের এই ধর্মঘটে অন্যান্য ট্যাক্সি মালিক সংগঠন গুলি ও সমর্থন জানাচ্ছে।
তিনি আরও বলেন যেভাবে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তাঁদের পক্ষে ভাড়া না বাড়ালে আর ট্যাক্সি চালানো সম্ভব নয়। ভারা বাড়ানোর জন্য পরিবহণ মন্ত্রিকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু তার কোন উত্তর মেলেনি। অপর দিকে সিটুর রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের কর্তারা হাজির হয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের পরিবহন সংশোধনী বিলের বিরুদ্ধে সোচ্চার হোন তারা। সিটুর রাজ্য সম্পাদক সুভাষ মুখার্জি বলেন অবিলম্বে এই সংশোধনী বিল বাতিল করা হোক।
তিনি আরও বলেন যেভাবে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তাঁদের পক্ষে ভাড়া না বাড়ালে আর ট্যাক্সি চালানো সম্ভব নয়। ভারা বাড়ানোর জন্য পরিবহণ মন্ত্রিকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু তার কোন উত্তর মেলেনি। অপর দিকে সিটুর রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের কর্তারা হাজির হয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের পরিবহন সংশোধনী বিলের বিরুদ্ধে সোচ্চার হোন তারা। সিটুর রাজ্য সম্পাদক সুভাষ মুখার্জি বলেন অবিলম্বে এই সংশোধনী বিল বাতিল করা হোক।

No comments