Header Ads

মহানায়ক সম্মান ২০১৯।

নজরবন্দি ব্যুরোঃ মহানায়ক উত্তরকুমার-এর প্রয়াণ বার্ষিকীতে প্রতি বছরের মত এবারও মহানায়ক সম্মানে ভূষিত করা হল শিল্পীদের। তাঁদের হাতে মহানায়ক সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন এক নজরে দেখে নি কে কি পুরস্কার পেলেন।
 এবছর মহানায়ক সম্মান দেওয়া হল শতাব্দী রায়, ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্তকে।
 'মহানায়ক সম্মান- ২০১৯-এ সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া দেওয়া হল তনুজাকে। (ছবি :সোনার পাহাড়) সেরা অভিনেতার সম্মান পেলেন হৃত্বিক চক্রবর্তীকে। (ছবি :নগরকীর্তন, জ্যেষ্ঠপুত্র, ভিঞ্চি দা )
 সেরা ছবির সম্মান 'এক যে ছিলো রাজা'।
 সেরা পরিচালকের সম্মান পেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়কে (ছবি :নগরকীর্তন)।
 সেরা চিত্রনাট্যকারের সম্মান সৃজিত মুখোপাধ্যায় (ছবি :এক যে ছিলো রাজা)।
 সেরা প্রযোজনা সংস্থার সম্মান SVF ও অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্ট।
সেরা উদীয়মান পরিচালকে ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে (ছবি দুর্গেশগড়ের গুপ্তধন)।
 সেরা সঙ্গীত পরিচালক প্রসেন (ছবি শাহজাহান রিজেন্স)।
সেরা চিত্রগ্রাহক শুভঙ্কর ভড়। সেরা শিশু শিল্পী হেলেন যশজিত।
সেরা কস্টিউম ডিজাইনার গোবিন্দ মণ্ডল (ছবি নগরকীর্তন)।
সেরা রূপসজ্জার সম্মান দেওয়া হয়েছে রামচরণ রাজ্জ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.