অভিনেতা কৌশিক সেন কে প্রাণনাশের হুমকি।
নজরবন্দি ব্যুরোঃ দেশের অসহিষ্ণুতার পরিস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সারা ভারতে বাড়ছে গণপিটুনির ঘটনাও। দেশজুড়ে এমন ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। এই ঘটনার জন্য রাজ্জার বিশিষ্ট জনেরা এক সাংবাদিক সম্মেলন করেন এবং সব কিছু জানিয়ে প্রধানমন্ত্রী কে চিঠি দেন। মত ৪০০ জন বিশিষ্ট মানুষ এই চিঠিতে সাক্ষর করেন। এই ঘটনার জন্য বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষের সুরে বলেন বিশিষ্টরাই তো প্রকৃত দেশদ্রোহী। এমনকী বিশিষ্ট মানুষদের ‘পরজীবী’ ও ‘চামচা’ বলেও কটাক্ষ করেন তিনি।
এই উক্তির কিছুক্ষণ পরেই ফোন হুমকি পেলেন অভিনেতা ও নাট্য পরিচালক কৌশিক সেন। তাঁর অভিযোগ, মোবাইলে ফোন করে কোনও এক ব্যক্তি প্রাণনাশের হুমকি দেন তাঁকে। কলকাতা পুলিশের কাছে এনিয়ে অভিযোগ জানিয়েছেন কৌশিক। উল্লেখ্য বিশিষ্ট মানুষদের অভিযোগ উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে এই ধরণের কোনও রিপোর্ট নেই সরকারের কাছে। তাঁদের দাবির নেপথ্যে শক্ত ভিত্তিও নেই। দেশের সংবিধানের মূল্যবোধ বাঁচিয়ে রাখতে সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, দেশে কারফিউ জারির মতো পরিস্থিতি কোথাও নেই।

No comments