Header Ads

শোভন কে দলে ফেরাতে পার্থর টোপ বৈশাখী? গভীর রাতে আলোচনা দুই নেতার।

নজরবন্দি ব্যুরোঃ শোভন চট্টোপাধ্যায় এক সময়ের তৃণমূলের প্রথম স্তরের নেতা ও মমতার প্রিয় কানন। সেই শোভন বাবু কিছুদিন হল তৃণমূল ছাড়া। রাজ্য রাজনীতিতে কিছুদিন আগে জল্পনা ছিল শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি তে যোগ দিতে চলেছেন। প্রথমে তৃণমূল ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু গত সপ্তাহে শোভন-বৈশাখীর দিল্লী যাত্রা ও বিজেপি তে যোগদানের জল্পনা উঠতেই নড়েচড়ে বসে তৃণমূল।মমতার দূত হিসেবে শোভনের মানভঞ্জনের জন্য মঙ্গলবার রাতে শোভনের বাড়িতে যান পার্থ ।

 সুত্রের খবর সেখানে উপস্থিত ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সুত্রের আরও খবর প্রায় ঘণ্টা তিনেক কথা হয় দুজনের মধ্যে। পার্থ বাবু তাঁকে সব অভিমান ভুলে পুনরায় দলের জন্য কাজ করতে অনুরোধ করেন। শোভনও নিজের ব্যক্তিগত ক্ষোভ উগরে দেন তাঁর কাছে। দল তাঁর সঙ্গে কি কি করেছে কত অপমান করেছে সবই নাকি উগরে দেন এক সময়ের সহযোদ্ধার কাছে। পার্থ চট্টোপাধ্যায় তাঁকে বলেন “তুই ফিরলে দলে বৈশাখীরও একটা জায়গা হবে”। দীর্ঘ কথার পর রাত ১ তা নাগাদ বেরিয়ে যান তিনি। কিন্তু এবার শোভন কি করবেন তা এখনও জানা যায়নি।
তবে লোকসভা ভোটের পর তৃণমূলের ফল খারাপ হওয়া এবং এক লাফে বিজেপির ফল ভালো হওাতে বেশ খানিকটা বিব্রত তৃণমূল সুপ্রিমো। তাঁর উপর আবার অনেক নেতা, মন্ত্র্‌ কর্মী দলে দলে বিজেপিতে যোগ দেবার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। আগামী বছর পুরোভোট তাই শোভন চট্টোপাধ্যায়ের মত দক্ষ সংগঠক কে আবার দলে পেতে মরিয়া তৃণমূল। কিন্তু এবার শোভন কি করবেন তা এক মাত্র বলতে পারে সময়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.