বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন গাভাসকর!
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর থেকে দলের ভেতরের খবর বাইরে আসতে থাকে। অধিনায়ক এর সাথে সহ অধিনায়কের মন মালিন্য, দল নির্বাচনের ক্ষেত্রে সহ অধিনায়কের মতামত না নেওয়া এ ছারাও অনেক কিছু। এই সবের পর বিরাটের অধিনায়কত্ব নিয়ে অল্প বিস্তর গুঞ্জন সোনা গেলেও সেভাবে কেও কিছু বলেন নি। কিন্তু বোমা তা ফাটালেন সুনীল গাভাস্কারের মত প্রবাদ প্রতিম ক্রিকেটার। তিনি এক সাক্ষাতকারে বলেন “যত দূর জানি ২০১৯ বিশ্বকাপ পর্যন্তই কোহালিকে ভারতের অধিনায়ক নিযুক্ত করা হয়েছিল। এরপরে তাঁকে যদি ফের অধিনায়ক হিসাবে পুনর্বহাল রাখতে হয়, তা হলে আনুষ্ঠানিক ভাবে বৈঠকের প্রয়োজন ছিল।
কোহলিকে অধিনায়ক রাখাটা নির্বাচক মণ্ডলীর সিদ্ধান্ত নাকি তাঁর নিজের”? শুধু তাই নয় সেই সঙ্গে বর্তমান নির্বাচক কমিটিকে তিনি এক হাতও নিলেন। তিনি বলেন “ভারতের নির্বাচক কমিটি তো ঠুঁটো জগন্নাথের মতো বসে রয়েছে। বিরাটকে ডাকা হল দল নির্বাচনের জন্য। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জন্য কেদার যাদব, দীনেশ কার্তিকদের ছেঁটে ফেলা হল, অথচ বিরাটের বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে কেউ কোনও প্রশ্নই তুলল না। এটাই আমাকে অবাক করছে”।

No comments