দীপা কর্মকারের টোকিয়ো অলিম্পিকে অংশগ্রহণই অনিশ্চয়তার আঁধারে।
নজরবন্দি ব্যুরোঃ ২০২০-র টোকিয়ো অলিম্পিক্সে দীপা কর্মকার শেষ পর্যন্ত নামতে পারবেন কি না তা নিয়ে ধোঁয়াশা ছিলই। সেটা এবার গভীর অনিশ্চয়তার পথে এগচ্ছে। গতমাসে মঙ্গোলিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি হাঁটুর চোটের জন্য। রিহ্যাবে থেকে চোট সারাছিলেন। কিন্তু তার কোচ বিশ্বেশ্বর নন্দী উদ্বেগের সঙ্গে জানিয়েছেন “আরও বেশ কিছুদিন রিহ্যাব চলবে দীপার। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না”।
কারণ যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে না পরে দীপা তাহলে অলিম্পিকে নামা সম্ভব হবে না। কোচ আরও বলেন “ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে। পুরো সুস্থ না হলে ঝুঁকি নেব না। সুস্থ হয়ে গেলে ডাক্তার ও ফিজিওর সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব”। ২০১৬ রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হলেও প্রদুনোভা ভল্টে দেশবাসীর হৃদয় জিতে নিয়েছিলেন দীপা। আগামী অলিম্পিকে সেই ত্রিপুরা গার্লের অলিম্পিক অংশগ্রহণই অনিশ্চয়তার আঁধারে।
কারণ যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে না পরে দীপা তাহলে অলিম্পিকে নামা সম্ভব হবে না। কোচ আরও বলেন “ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে। পুরো সুস্থ না হলে ঝুঁকি নেব না। সুস্থ হয়ে গেলে ডাক্তার ও ফিজিওর সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব”। ২০১৬ রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হলেও প্রদুনোভা ভল্টে দেশবাসীর হৃদয় জিতে নিয়েছিলেন দীপা। আগামী অলিম্পিকে সেই ত্রিপুরা গার্লের অলিম্পিক অংশগ্রহণই অনিশ্চয়তার আঁধারে।

No comments