Header Ads

দেশের বেসরকারি কর্মচারীদের জন্য সুখের খবর দিতে চলেছে মোদী সরকার।

নজরবন্দি ব্যুরোঃ কাজ করার ক্ষেত্রে সুখের দিন আসতে চলেছে বেসরকারি কর্মচারীদের। কারণ মোদী সরকার আনতে চলেছে এমনি একটি বিল। যেখানে কোন কর্মচারীকে শিফট টাইম পেরিয়ে গেলেও আর কাজ করতে হবে না। আর দিনের পর দিন ওভার টাইম করতেও হবে না। বেসরকারি প্রতিষ্ঠানে অনৈতিক ভাবে কর্মচারীদের শোষণ বন্ধ করতে নয়া প্রস্তাব এনছে কেন্দ্র ।খুব তাড়াতাড়িই এই বিল লোকসভায় পেশ করতে চলেছেন কেন্দ্রীয় শ্রম এবং রোজগার মন্ত্রী সন্তোষ কুমার গঙ্গওয়ার । এই বিল পাশ হলে কর্মচারীদের সম্মতি বিনা আর সময়ের অতিরিক্ত খাটাতে পারবে না কোম্পানিগুলি ।

কর্মীদের দিয়ে ওভারটাইম করাতে হলে লাগবে লিখিত সম্মতিপত্রও। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের রিপোর্ট অনুযায়ী, ভারতে সপ্তাহে বেশিরভাগ কর্মচারী ৪৮ ঘণ্টার বেশি কাজ করেন । যেটা আন্তঃরাষ্ট্রীয় শ্রম সংগঠনের নির্ধারিত সময়সীমার থেকে বেশি বেসরকারি বেতনভোগী কর্মচারীরা সপ্তাহে ৫৩ থেকে ৫৬ ঘণ্টা কাজ করেন। তাই এই বিল এলে বেসরকারি কর্মচারীদের কাজের প্রেসার অনেকটাই কমবে বলে মনে করছেন বিসেসজ্ঞ মহল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.