Header Ads

এনআরএস কাণ্ডে লালবাজার অভিযান প্রত্যাহার করল জুনিয়র ডাক্তাররা!

নজরবন্দি ব্যুরো: এনআরএস বিতর্ক নতুন কিছু বিষয় নয়। এই বিতর্ক এখন রাজ্যের প্রায় সব মানুষের জানা। যদিও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই বিতর্কের শেষ হয়ে ছিল। সেই বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে ওঠে।
এনআরএস কাণ্ডে পুলিশের গাফিলতির অভিযোগে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা।
এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ দু-জনকে গ্রেফতার করে। এর পরে এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তাররা মঙ্গলবারের লালবাজার অভিযান থেকে সরে আসেন। সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানান তারা।

প্রসঙ্গত, সম্প্রতি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ব্যাহত হয়েছিল চিকিৎসা পরিষেবা। তাদের আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আন্দোলন উঠে গিয়েছিল।
তার প্রায় দেড় মাসের মাথায় ফের আন্দোলনে নামার হুমকি দেয় জুনিয়র ডাক্তাররা। এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। জুনিয়র ডাক্তার নিগ্রহ-কাণ্ডে পুলিশ আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করল। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.