Header Ads

রাস্তার কাজে ব্যাবহৃত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার! কাজ বন্ধ করলো পুলিশ।

হরিপদ পালঃ ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করে রাস্তার মেস্টিক সংস্কারের কাজ চলছিল। এ ঘটনা নজরে পরায় রাস্তার কাজ বন্ধ করলো শামুকতলা থানার পুলিশ। আলিপুরদুয়ার জেলার যশোডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে যশোডাঙ্গা হাই স্কুল পর্যন্ত পাকা রাস্তার কাজ শুরু হয়েছে কমপক্ষে চার মাস আগে।
রাস্তার কাজের মান নিম্নমানের এমন অভিযোগে আগেও একবার কাজ বন্ধ করেছিলেন এলাকার জনগন। পরবর্তী সময়ে ভাইব্রেশন রোলার ছাড়া কাজ হচ্ছে এই অভিযোগে কাজ বন্ধ করেছিলেন ব্লক প্রশাসন। আজ আবার কাজ বন্ধ করলেন শামুকতলা থানার পুলিশ। ব্লক অফিসের মূল ফটক থেকে আড়াইশো মিটার রাস্তা তে মেস্টিক বসানো হয়েছে অনেক দিন আগেই। আজ সেই মেস্টিক সংস্কার করার কাজ চলছিল গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার দিয়ে।
শামুকতলা থানার পুলিশ রুটিন টহল দেবার সময় এই ঘটনা দেখতে পেয়ে কাজ বন্ধ করে দেয়। পুলিশ সূত্রে খবর ঠিকাদার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও পুলিশ যোগাযোগ করতে পারেনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.