মন্ত্রী সুজিত বসুই কি হতে চলেছেন বিধাননগর পুরসভার মেয়র? জল্পনা তুঙ্গে।
নজরবন্দি ব্যুরোঃ বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত। তারপরই প্রশ্ন উঠে গিয়েছে, কে হচ্ছেন পরবর্তী মেয়র? সব্যসাচী থাকাকালীনই নাম উঠছিল তাপস চট্টোপাধ্যায় বা কৃষ্ণা চক্রবর্তীর। এবার সবাইকে পিছনে ফেলে উঠে আসছে আরও একটি নাম তিনি হলেন মন্ত্রী সুজিত বসু।সব্যসাচী পদত্যাগ করায় কৃষ্ণা চক্রবর্তী ফের মেয়র পদে বসতে চলেছেন, এমন ধারণা তৈরি হয়েছিল। তিনি ২০১০ সাল থেকে ২০১৫ পর্যন্ত বিধাননগরের মেয়র ছিলেন। তারপর নতুন টার্মে তিনি চেয়ারপার্সন। কিন্তু এখন সবার নাম পিছনে গিয়ে উঠে আসছে সুজিত বসুর নাম।এর একটা বড় কারণ সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভোটার।
কিন্তু নিয়ম বলছে পুরো আইন অনুযায়ী কোনও পুরসভার কাউন্সিলর বা চেয়ারম্যান বা মেয়র হতে হলে সেই পুর এলাকার ভোটার হতে হবে। সুত্রের খবর সুজিত বাবু বিধাননগর পুর এলাকার ভোটার তালিকায় নিজের নাম তোলার আবেদনপত্রও তিনি জমা করে দিয়েছেন।আর এই ঘটনা থেকেই এই জল্পনা আরও মাথা চারা দিয়েছে। এই ব্যাপারে সুজিত বাবু কে প্রশ্ন কড়া হলে তিনি বলে “এ বিষয়ে আমার কিছু জানা নেই। আপাতত একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছি”।তবে সব্যসাচী দত্তর গোষ্ঠীর সঙ্গে সুজিত অনুগামীদের সম্পর্ক ঠিক কেমন এখন আর তা কারও অজানা নয়। তাই প্রাক্তন মেয়রের প্রতি সুজিতের মনোভাব কামন হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

No comments