ওকুহারাকে উড়িয়ে ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে পি ভি সিন্ধু।
নজরবন্দি ব্যুরোঃ জাকার্তায় বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার সুপার সিরিজ প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলেন ভারতীও টেনিস তারকা পি ভি সিন্ধু। ২১-১৪, ২১-৭ স্ট্রেট গেমে উড়িয়ে দেন তৃতীয় বাছাই নজোমি ওকুহারাকে। এই ম্যাচ জিততে সিন্ধুর সময় লাগে মাত্র ৪৪ মিনিট। এর আগে ২০১৭ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ফাইনালে অল্পের জন্য সিন্ধুকে হারতে হয়েছিলো ওকুহারার কাছে। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে একমাত্র পঞ্চম বাছাই সিন্ধুই এখন প্রতিযোগিতায় খেতাব জয়ের আশা ধরে রেখেছেন।
কিন্তু ২০১৯সাল টা ভাল যাচ্ছিল না সিন্ধুর। সুধীরমান কাপের প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন। তারপর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিদায় নেন তিনি। তারপর এক মাসের বিরতিতে সিন্ধু নিজেকে তাঁর পুরনো মেজাজে গুছিয়ে নিয়েছেন। আর তার প্রমাণ দিচ্ছেন ইন্দোনেশিয়া ওপেনেই। শুক্রবার ওকুহারার বিরুদ্ধে জয় তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

No comments