"অমানবিক মুখ্যমন্ত্রী!" দিল্লি থেকে ফিরে গভীর রাতে অনশন মঞ্চে হাজির ডাঃ সুভাষ সরকার।
নজরবন্দি ব্যুরোঃ দিল্লি থেকে কলকাতা ফেরার পথে বিমানবন্দরে নেমেই রাত ১২টার সময় PRT স্কেলের দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে উপস্থিত হলেন বিজেপি রাজ্য সহসভাপতি তথা বিজেপি টিচার্স সেলের রাজ্য অবজারভার তথা বাঁকুড়ার সাংসদ ডা. সুভাষ সরকার।
সুভাষ বাবুর সাথে উপস্থিত ছিলেন বিজেপি টিচার্স সেলের রাজ্য কনভেনার দিপল বিশ্বাস, প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ, বুদ্ধদেব মন্ডল এবং বর্ধমান সদর জেলার বিজেপি টিচার্স সেলের কনভেনার রাধাকান্ত রায়।
অনশন মঞ্চে উঠেই সুভাষ বাবু অনশনরত প্রাথমিক শিক্ষকদের শরীর পরীক্ষা করেন। সুভাষ বাবু বলেন সারা ভারতবর্ষের প্রাথমিক শিক্ষকরা যখন কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছে তখন পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে প্রাথমিক শিক্ষকদের অন্যায় ভাবে কম বেতন দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উচিত ছিল অনশন মঞ্চে এসে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য PRT স্কেলের দাবি মেনে নেওয়া। তা না করে মাননীয়া মুখ্যমন্ত্রী অনশনরত প্রাথমিক শিক্ষকদের জল, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই অমানবিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।
অনশন মঞ্চে উঠেই সুভাষ বাবু অনশনরত প্রাথমিক শিক্ষকদের শরীর পরীক্ষা করেন। সুভাষ বাবু বলেন সারা ভারতবর্ষের প্রাথমিক শিক্ষকরা যখন কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছে তখন পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে প্রাথমিক শিক্ষকদের অন্যায় ভাবে কম বেতন দেওয়া হচ্ছে।


No comments