নেটফ্লিক্স এর ওয়েব সিরিজে এবার ইমরান হাশমি।
নজরবন্দি ব্যুরোঃ অনেক স্টারদের মত ইমরান হাশমিও এবার অভিনয় করতে চলেছেন ওয়েব প্লাটফর্মে। সেপ্টেম্বরে নতুন সিরিজ নিয়ে আসতে চলেছে নেটফ্লিক্স। “বার্ড অফ ব্লাড” নামে এই সিরিজে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমিকে। এই সিরিজের মাধ্যমেই ওয়েব জগতে পা রাখতে চলেছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে থ্রিলার সিরিজটি দেখতে পাওয়া যাবে।
৮ এপিসোডের মাধ্যমে দেখান হবে এই সিরিজ। ইমরান ছারাও এই ওয়েব সিরিজে অভিনয় করছেন কীর্তি কুলহারি, বিনীত কুমার, রজিত কাপুর, গৌরব বর্মা। পরিচালনা করবেন ঋভু দাশগুপ্ত। ওয়েব সিরিজের গল্প নেয়া হয়েছে বিলাল সিদ্দিকির উপন্যাস 'বার্ড অব ব্লাড' থেকে।
৮ এপিসোডের মাধ্যমে দেখান হবে এই সিরিজ। ইমরান ছারাও এই ওয়েব সিরিজে অভিনয় করছেন কীর্তি কুলহারি, বিনীত কুমার, রজিত কাপুর, গৌরব বর্মা। পরিচালনা করবেন ঋভু দাশগুপ্ত। ওয়েব সিরিজের গল্প নেয়া হয়েছে বিলাল সিদ্দিকির উপন্যাস 'বার্ড অব ব্লাড' থেকে।

No comments