"টাকা না থাকলে কেন্দ্র কে বলুন; ন্যায্য দাবি মেটান শিক্ষকদের" অনশন মঞ্চ থেকে মমতাকে বললেন দিলীপ।
নজরবন্দি ব্যুরোঃ যোগ্যতা অনুযায়ী বেতনের দাবীতে UUPTWA-র নেতৃত্বে প্রাথমিক শিক্ষকরা অনশন করছেন বিকাশ ভবনের অদূরে। আজ অনশনের সপ্তম দিন। এক লক্ষ ছিয়াশি হাজার প্রাথমিক শিক্ষকের হকের দাবীতে অনশন করছেন ১৮ জন প্রাথমিক শিক্ষক।
বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, শিক্ষক সংগঠন, সমাজকর্মীরা আন্দোলনের মঞ্চে গিয়ে সহমর্মিতা জানালেও নির্বিকার প্রশাসন। তাঁরা ব্যাস্ত দলীয় কর্মসূচি নিয়েই।বিকাশ ভবনের পাশে অনশন মঞ্চে যেখানে জল বন্ধ, টয়লেট বন্ধ সেখানে তাঁর অদূরে সেন্ট্রাল পার্কে ২১শে জুলাইয়ের সভার জন্যে আগত কর্মী সমর্থকদের খাওয়া, জল, টয়লেট ইত্যাদির ঢালাও ব্যাবস্থা করেছে শাসক দল।
আজ সকালেই প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে পৌঁছে যান সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনশন মঞ্চে প্রাথমিক শিক্ষকদের সাথে কথা বলেন তিনি। শিক্ষকদের জানিয়ে দেন তিনি এখানে এসেছেন এটা বলতে যে, "আমরা পাশে আছি"। মুখ্যমন্ত্রীকে তিনি বার্তা দেন অপমান না করার।
তিনি বলেন, "খেতে না দিতে পারেন অসুবিধা নেই কিন্তু অপমান করার অধিকার কে দিয়েছে আপনাকে? ডিএ চাইলে বলবেন ঘেউ ঘেউ করবে না! এসব কি? এখানে ৭-৮ দিন ধরে রাজ্যের প্রাথমিক শিক্ষকরা অনশনে বসে আছেন অথচ সরকারের কোন হুশ নেই।" মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, "সব সময় টাকা নেই টাকা নেই বলেন, টাকা নেই যখন এত মেলা, মোচ্ছব করেন কেন? টাকা নেই শুধু শিক্ষক, সরকারি কর্মীদের বেলায়! টাকা না থাকলে কেন্দ্রকে বলুন আমি পারছি না আপনারা করে দিন।"
বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, শিক্ষক সংগঠন, সমাজকর্মীরা আন্দোলনের মঞ্চে গিয়ে সহমর্মিতা জানালেও নির্বিকার প্রশাসন। তাঁরা ব্যাস্ত দলীয় কর্মসূচি নিয়েই।বিকাশ ভবনের পাশে অনশন মঞ্চে যেখানে জল বন্ধ, টয়লেট বন্ধ সেখানে তাঁর অদূরে সেন্ট্রাল পার্কে ২১শে জুলাইয়ের সভার জন্যে আগত কর্মী সমর্থকদের খাওয়া, জল, টয়লেট ইত্যাদির ঢালাও ব্যাবস্থা করেছে শাসক দল।
আজ সকালেই প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে পৌঁছে যান সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনশন মঞ্চে প্রাথমিক শিক্ষকদের সাথে কথা বলেন তিনি। শিক্ষকদের জানিয়ে দেন তিনি এখানে এসেছেন এটা বলতে যে, "আমরা পাশে আছি"। মুখ্যমন্ত্রীকে তিনি বার্তা দেন অপমান না করার।



No comments