এখনি অবসরের কোন পরিকল্পনা নেই মাহির। জানালেন তাঁর বন্ধু।
নজরবন্দি ব্যুরোঃ এখুনি অবসর নেবার কোন পরিকল্পনা নেই ধোনির। জানালেন তাঁর প্রিয় বন্ধু ও বিজনেস পাটনার অরুণ পাণ্ডে। মাহির অবসর প্রসঙ্গে তিনি বলেন মাহির মতো খেলোয়াড়ের ক্রিকেট ভবিষ্যত নিয়ে তৈরি হওয়া এহেন জল্পনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধোনি কবে অবসর নেবেন সেটা তাঁর উপর ছেড়ে দেওয়া উচিত। ভারতীয় ক্রিকেটকে এমএস যা দিয়েছেন, সেই প্রেক্ষিতে এইটুকু সম্মান তাঁর প্রাপ্য বলেও মনে করেন অরুণ।
নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পরেই শুরু হয় ধোনির অবসর নিয়ে গুঞ্জন। সেই গুঞ্জন এখনও চলছে। আসন্ন ক্যারিবিয়ান সফরের ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে ধোনি উঠবেন কিনা, তা নিয়ে শুরু হয় জল্পনা। কিন্তু এখনও কোন কথা বলেননি ধোনি।

No comments