দ্রুত পে কমিশনের রিপোর্ট প্রকাশ করে তা কার্যকর করতে হবে! রাজ্যকে হুঁশিয়ারি দিলেন সুজন চক্রবর্তী
নজরবন্দি ব্যুরো: আজ দুপুর ১২ টায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ডাকে করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে এক প্রতিবাদ সভা ছিল শিক্ষকদের। ওই সভাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী।
সভাতে বক্তব্য রাখার সময় প্রথমেই যোগ্যতা অনুযায়ী বেতন এবং সহকর্মীদের অনৈতিক ট্রান্সফারের প্রতিবাদে প্রাথমিক শিক্ষকরা যে অনশন-অবস্থান করছেন বিকাশ ভবনের পাশে, তাদের সেই অনশন আন্দোলনকে পূর্ণ সমর্থন জানালেন বিধায়ক সুজন চক্রবর্তী।
তিনি বলেন, "রাজ্যের শিক্ষকরা বেশি বেতন দাবি করছে না।
অন্য রাজ্যের গ্রেড অনুযায়ী সমহারে বেতনের দাবি করছেন। তারা মোটেই কেন্দ্রীয় হারে বেতন চাননি। তা হলে অনেক টাকা হত, কেন্দ্রে চলছে সাত এখানে পাঁচ। শিক্ষকরা চাইছেন দেশের অন্য রাজ্যগুলোর মত যোগ্যতা অনুযায়ী বেতন। এতে অন্যায়ের তো কিছু নেই।" এর পরেই সুজন বাবু বলেন, মুখ্যমন্ত্রী বিষয়টি না বুঝেই এই মন্তব্য করেছেন, আবোল তাবোল বকছেন। আসনে উনি এই ব্যাপারটা কিছুই বোঝেন নি। রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষকদের সমস্যার কথা না বুঝতে পারলে খুব মুশকিল।"
এর পরেই তিনি শিক্ষামন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, রাজ্যের শিক্ষামন্ত্রীর তো কিছু কাজ নেই। উনি সকাল থেকে ভাইপোর পিছনে পিছনে ছুটে বেড়ান। শিক্ষকদের নিয়ে আর কখন ভাববেন। এই রাজ্যের অনেক মন্ত্রী শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এমন অনেক মন্ত্রী আছেন টেট পরীক্ষা দিতে বললে এক বারও ওই পরীক্ষাতে পাস করতে পারবেন না তাঁরা। কিন্তু মুখে শুধু বড় বড় কথা বলে যাচ্ছেন।
শিক্ষকরা রাজ্য সরকারের একাধিক অন্যায় কাজের বিরোধিতা করছেন। আর সেই কারণে তাঁদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা করা হচ্ছে। এই ভাবে বেশি দিন চলতে পারে না। এর বিরুদ্ধে সবাইকে একত্রিত ভাবে রুখে দাঁড়াবার ডাক দেন সুজন বাবু।
এই রাজ্যে কোনও পরীক্ষা স্বচ্ছ ভাবে করতে পারেনি বর্তমান রাজ্য সরকার। টেট, এসএসসি, পিএসসি পরীক্ষা নিয়েও বহু বার দুর্নীতির অভিযোগ উঠেছে। এর পরেও সরকার কোনও ব্যবস্থা নেয় নি।
এখনও পে কমিশনের রিপোর্ট প্রকাশ করতে পারেনি রাজ্য সরকার। এর পরেই এই সিপিআই(এম) নেতা হুঁশিয়ারির সুরে বলেন, পে কমিশনের রিপোর্ট দ্রুত প্রকাশ করে সেটাকে কার্যকর করতে হবে সরকারকে। আর সরকার সেটা না করলে ভবিষ্যতে আরও বর ধরণের আন্দোলনের মোকাবিলা করতে হবে তাদের।
সভাতে বক্তব্য রাখার সময় প্রথমেই যোগ্যতা অনুযায়ী বেতন এবং সহকর্মীদের অনৈতিক ট্রান্সফারের প্রতিবাদে প্রাথমিক শিক্ষকরা যে অনশন-অবস্থান করছেন বিকাশ ভবনের পাশে, তাদের সেই অনশন আন্দোলনকে পূর্ণ সমর্থন জানালেন বিধায়ক সুজন চক্রবর্তী।
তিনি বলেন, "রাজ্যের শিক্ষকরা বেশি বেতন দাবি করছে না।
অন্য রাজ্যের গ্রেড অনুযায়ী সমহারে বেতনের দাবি করছেন। তারা মোটেই কেন্দ্রীয় হারে বেতন চাননি। তা হলে অনেক টাকা হত, কেন্দ্রে চলছে সাত এখানে পাঁচ। শিক্ষকরা চাইছেন দেশের অন্য রাজ্যগুলোর মত যোগ্যতা অনুযায়ী বেতন। এতে অন্যায়ের তো কিছু নেই।" এর পরেই সুজন বাবু বলেন, মুখ্যমন্ত্রী বিষয়টি না বুঝেই এই মন্তব্য করেছেন, আবোল তাবোল বকছেন। আসনে উনি এই ব্যাপারটা কিছুই বোঝেন নি। রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষকদের সমস্যার কথা না বুঝতে পারলে খুব মুশকিল।"
এর পরেই তিনি শিক্ষামন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, রাজ্যের শিক্ষামন্ত্রীর তো কিছু কাজ নেই। উনি সকাল থেকে ভাইপোর পিছনে পিছনে ছুটে বেড়ান। শিক্ষকদের নিয়ে আর কখন ভাববেন। এই রাজ্যের অনেক মন্ত্রী শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এমন অনেক মন্ত্রী আছেন টেট পরীক্ষা দিতে বললে এক বারও ওই পরীক্ষাতে পাস করতে পারবেন না তাঁরা। কিন্তু মুখে শুধু বড় বড় কথা বলে যাচ্ছেন।
শিক্ষকরা রাজ্য সরকারের একাধিক অন্যায় কাজের বিরোধিতা করছেন। আর সেই কারণে তাঁদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা করা হচ্ছে। এই ভাবে বেশি দিন চলতে পারে না। এর বিরুদ্ধে সবাইকে একত্রিত ভাবে রুখে দাঁড়াবার ডাক দেন সুজন বাবু।
এখনও পে কমিশনের রিপোর্ট প্রকাশ করতে পারেনি রাজ্য সরকার। এর পরেই এই সিপিআই(এম) নেতা হুঁশিয়ারির সুরে বলেন, পে কমিশনের রিপোর্ট দ্রুত প্রকাশ করে সেটাকে কার্যকর করতে হবে সরকারকে। আর সরকার সেটা না করলে ভবিষ্যতে আরও বর ধরণের আন্দোলনের মোকাবিলা করতে হবে তাদের।

No comments