Header Ads

এখন রাজ্যের নাম পরিবর্তন সম্ভব নয়, জানিয়ে দিল কেন্দ্র

নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেত্রী রাজ্যের দায়িত্ব পাবার পরেই রাজ্যের নাম পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন। দেখতে দেখতে কেটে গিয়েছে ৮ বছর। তার পরেও পরিবর্তন হয় নি রাজ্যের নাম। এবার রাজ্যের এই নাম পরিবর্তন বিষয় টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজ্য সভায় জানালেন, 'এখন সংবিধান সংশোধন সম্ভব নয়'।
রাজ্যের নাম পরিবর্তন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, সংবিধান সংশোধন নয়, সব দিক বিচার করে তবে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ রাজ্যসভায় দাঁড়িয়ে এমন বক্তব্য রাখলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

রাজ্যের নাম পরিবর্তন কবে করা হবে সেই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে উত্তর জানতে চেয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চেয়ে ছিলেন, রাজ্যের নাম পরিবর্তন করতে কেন্দ্র কি অ্যামেন্ডমেন্ট বিল আনছে?
যদি এই খবর সত্যি হয় তাহলে তা কবে থেকে শুরু হচ্ছে। আর যদি সংশোধনী না আনা হয় তাহলে তাঁর কারণও জানতে চান ঋতব্রত। তাঁর প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এই নাম পরিবর্তনের জন্য কোনও সংশোধনী আনা হচ্ছে না। সবদিক বিবেচনা করেই ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও কিছু দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে ছিলেন পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করা এখন সম্ভব নয়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.