অসমের ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে অমিতাভ,অক্ষয়।
নজরবন্দি ব্যুরোঃ আবার বন্যা দুর্গতদের পাশে বিগ বি। অসমের বন্যার জন্য ৫১ লক্ষ টাকা দান করলেন অমিতাভ বচ্চন। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সোশ্যাল মিডিয়ায় অভিনেতার এই দানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “অমিতাভ বচ্চনজি আপনার মহত্ কাজের প্রশংসা করতে হয়। আপনি অসমের জন্য যা করলেন তা কখনই ভোলা যাবে না”।
অপর দিকে অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য ১ কোটি টাকা অনুদান দিলেন অক্ষয়। অসমের বন্যা দুর্গতদের জন্য এই অনুদানের কথা টুইট করে দেশের মানুষকে অসমের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন খিলাড়ি। দেশের বিভিন্ন সময় নানান শঙ্কটের মুহূর্তে বারবার এগিয়ে এসেছেন এই বলিউড অভিনেতারা।

No comments