Header Ads

বেতন কমিশনের রিপোর্ট আগামী সপ্তাহে? নভেম্বরেই কার্যকর!

নজরবন্দি ব্যুরোঃ মহার্ঘ্য ভাতা আর পে কমিশন নিয়ে রাজ্য সরকারের প্রতি ব্যাপক ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। ক্কেন্দ্রে যেখানে সপ্তম পে কমিশন চলছে রাজ্য সেখানে আটকে আছে পাঁচে! মহার্ঘ্য ভাতাতেও রয়েছে ৫৬% ফারাক।
উল্লেখ্য, সম্প্রতি ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের ৪১টিতে সরকারি কর্মীদের ভোট অর্থাৎ পোস্টাল ব্যালটে হেরে গেছে তৃণমূল। কর্মচারিদের এভাবে শাসকের প্রতি আস্থা হারানোর পেছনে খুঁজে পাওয়া গেছে একাধিক কারন যার মধ্যে অন্যতম মহার্ঘ্য ভাতা এবং পে কমিশন। অনেকদিন ধরে ঝুলে রয়েছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট।সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পান কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।
এখনও পঞ্চমেই আটকে রাজ্য। কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের ডিএ-এর ফারাক এখন ৫৬%। ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট জমা পড়ার পর তা গৃহীত হলে ও বাস্তবায়িত হলে এই ফারাক কিছুটা কমবে বলেই মনে করছে রাজ্য সরকারি কর্মচারীরা। তিনদিন আগে একুশের মঞ্চে ভাষন দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন নতুন বেতন কমিশনের। তিনি জানিয়েদেন পে কমিশনের রিপোর্ট পেলেই সঙ্গে সঙ্গে তা কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে। রাজ্য সরকার সাধ্যমত চেষ্টা করবে কর্মচারীদের বেতন বৃদ্ধির।
আর মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে তাল মিলিয়েই রিপোর্ট জমা পড়তে চলেছে পে কমিশনের। সূত্রের খবর পে কমিশনের চেয়ারম্যান আগামী সপ্তাহেই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট জমা করবেন। সেই বহু প্রতীক্ষিত রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রী অর্থদফতরের সাথে আলোচনা করে কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করতে পারেন আগষ্ট মাসে। সূত্র জানাচ্ছে নভেম্বর মাস থেকেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বর্ধিত হারে বেতন পেতে পারেন রাজ্যের কর্মচারীরা। কিন্তু কত বাড়বে বেতন? জানা গেছে কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের বেতন বৃদ্ধির হারে বেতন বাড়তে চলেছে কর্মীদের, অর্থাৎ বেতন বাড়তে পারে ১৪.৫৬% হারে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.