শাস্তির মুখে মহাতারকা লিওনেল মেসি।
নজরবন্দি ব্যুরোঃ কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর বিরুদ্ধ সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার তার জন্য তাঁকে শাস্তি পেতে হচ্ছে। মেসিকে এক ম্যাচ নির্বাসন ও দেড় হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ফলে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা পর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচে খেলতে দেখা যাবে না মেসিকে। উল্লেখ্য কোপা আমেরিকায় তৃতীয় স্থানাধিকারের ম্যাচে চিলির বিরুদ্ধে লাল কার্ড দেখেন মেসি।
তারপর তিনি বলেন আমি সমালোচনা করেছিলাম বলে এই লাল কার্ড দেখান হল। কি বলেছিলেন মেসি? আসলে কোপা তে ব্রাজিলের কাছে সেমি ফাইনালে হারে আর্জেন্টিনা তার পর মেসি বলেন ব্রাজিলকে জেতাতেই কলকাঠি নেড়েছে কর্তৃপক্ষ। এই কথার জন্য বিশ্বব্যাপী ফুটবল দুনিয়াই তোলপাড় হয়েছিল। তখনি মোটামুটি সবাই বুঝেছিল শাস্তি পেতে চলেছেন এল এম টেন। তবে কত বড় সেটা বোঝা যায়নি। তবে এই শাস্তি যে খুব একটা বড় কিছু নয় তা বলছেন বিশ্ব ফুটবলের বিসজ্ঞদের একটা অংশ।

No comments