Header Ads

বুদ্ধিজীবীদের অসহিষ্ণুতার অভিযোগকে ভিত্তিহীন বলে জানাল কেন্দ্র!

নজরবন্দি ব্যুরো: ধর্মনিরপেক্ষতা সহ একাধিক বিষ নিয়ে বুদ্ধিজীবীদের অভিযোগকে গুরুত্বই দিলনা কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দেশে ক্রমবর্ধমান গণধোলাই ও অসহিষ্ণুতার ঘটনায় আশঙ্কা-প্রকাশ করেছিলেন বুদ্ধিজীবীদের একটা বড় অংশ। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয় এই ধরনের দাবি ভিত্তিহীন। সাংবিধানিক মূল্যবোধ ও আইনের শাসন থেকে ভারত দ্রুত সরে আসছে বলে চিঠিতে দাবি করেছেন বুদ্ধিজীবীরা।
তাঁদের অভিযোগকে পাত্তা না দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনও রিপোর্ট নেই সরকারের কাছে। তাঁদের দাবির সঙ্গে উপযুক্ত প্রমাণ নেই বলেও দাবি করা হয়। দেশের সংবিধানের মূল্যবোধ বাঁচিয়ে রাখতে সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, দেশে কারফিউ জারির মতো পরিস্থিতি এখনও কোথাও তৈরি হয় নি।

প্রসঙ্গত, অসহিষ্ণুতা বাড়ছে গোটা দেশ জুড়ে। দমবন্ধ করা সেই গুমট পরিবেশে সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিসহ। এর হাত থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, মণি রত্নম, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুরাগ কাশ্যপ সহ মোট ৪৯ জন তারকা। দেশকে এই অসহিষ্ণু পরিবেশ থেকে বাঁচাতে শিল্পী সমাজের এমন উদ্যোগ বলে জানান হয়ে ছিল।

তারকারা ছাড়া এই চিঠিতে রয়েছেন, লেখক, সমাজকর্মী, চিকিৎসক, সাধারণ নাগরিক সহ মোটা ৪৯ জন। অঞ্জন দত্ত, কেতন মেহতা, অনুপম রায়, রূপম ইসলাম, ঋদ্বি সেন, ঐতিহাসিক রামচন্দ্র গুহ সহ বহু বিশিষ্ট মানুষ সই করেন এই চিঠিতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.