টানা ৪ দিন বন্ধ থাকছে শিয়ালদা উড়ালপুল, তীব্র যানজটের আশঙ্কা
নজরবন্দি ব্যুরো: সেতু পরীক্ষা ও সারাইয়ের জন্য আগামী ১৫-১৮ অগাস্ট পর্যন্ত সব রকম যান চলাচল বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুলে। কেএমডিএ উড়ালপুল পরীক্ষার জন্য এমন প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবে বুধবার অনুমোদন দেয় ট্র্যাফিক পুলিশ। ওই কদিন শিয়ালদা উড়ালপুল পরীক্ষা করবে কেএমডিএ।
উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার সংযোগকারী এই উড়ালপুলের গুরুত্ব অপরিসীম।
শহরের অন্যতম ব্যস্ত এই উড়ালপুল বন্ধ থাকলে শহরজুড়ে চূড়ান্ত যানজটের আশঙ্কা রয়েছে। শিয়ালদা উড়ালপুলের বিকল্প ব্যবস্থা করতে ইতিমধ্যেই আলোচনায় বসেছেন কলকাতার ট্র্যাফিক পুলিশের বড় কর্তারা। যদিও পুলিশের একটা অংশ চাইছে এসএন ব্যানার্জি রোড, মৌলালি দিয়ে গাড়ি গুলিকে বের করে দেবার। পুলিশের অপর একটা অংশ চাইছে গাড়ি বাইপাস দিয়েও বের করে দেবার। এখানে একটা সমস্যা থেকে যাচ্ছে। এখনও উল্টোডাঙা উড়ালপুলের একাংশ এখনও বন্ধ আছে। তাই ওই পথের অনেক গাড়িই বাইপাস দিয়ে যাতায়াত করছে।
এর মধ্যে শিয়ালদহ উড়ালপুলও আটকে গেলে শহরে যানজট আরও তীব্র আকার নিতে পারে। সম্প্রতি উল্টোডাঙা উড়ালপুলে ফাটল দেখা দেওয়ার পরই শহরের সব কটি উড়ালপুল ও সেতুর পরীক্ষা ও সারাইয়ের কাজ শুরু করেছে কেএমডিএ।
উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার সংযোগকারী এই উড়ালপুলের গুরুত্ব অপরিসীম।
শহরের অন্যতম ব্যস্ত এই উড়ালপুল বন্ধ থাকলে শহরজুড়ে চূড়ান্ত যানজটের আশঙ্কা রয়েছে। শিয়ালদা উড়ালপুলের বিকল্প ব্যবস্থা করতে ইতিমধ্যেই আলোচনায় বসেছেন কলকাতার ট্র্যাফিক পুলিশের বড় কর্তারা। যদিও পুলিশের একটা অংশ চাইছে এসএন ব্যানার্জি রোড, মৌলালি দিয়ে গাড়ি গুলিকে বের করে দেবার। পুলিশের অপর একটা অংশ চাইছে গাড়ি বাইপাস দিয়েও বের করে দেবার। এখানে একটা সমস্যা থেকে যাচ্ছে। এখনও উল্টোডাঙা উড়ালপুলের একাংশ এখনও বন্ধ আছে। তাই ওই পথের অনেক গাড়িই বাইপাস দিয়ে যাতায়াত করছে।

No comments