Header Ads

ফের সবার সেরা বাংলা, স্বনির্ভর গোষ্ঠীর কাজে পুরস্কৃত রাজ্য

নজরবন্দি ব্যুরো: ফের রাজ্য সরকারের আর একটা বড় সাফল্য। এবার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ জোগানের নিরিখে দেশের সেরা পশ্চিমবঙ্গ। নাবার্ডের রিপোর্টে এমন কথা বলা হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই খবর জানিয়েছেন।
তিনি লিখেছেন, "খুব আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি, ২০১৮–‌১৯ অর্থবর্ষে সমবায় ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীগুলির ঋণ দেওয়ার ব্যাপারে পশ্চিমবঙ্গের সাফল্য দেশের শীর্ষে।" এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, "নাবার্ডের রিপোর্ট অনুযায়ী সমবায় ক্ষেত্রের ৯৭,৫৩৫টি স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ জুগিয়েছে পশ্চিমবঙ্গ। এর ফলে মহিলাদের মধ্যে তৈরি হয়েছে প্রচুর কর্মসংস্থানের সুযোগ।"
তৃণমূল সরকারের বিভিন্ন উদ্যোগ এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক স্বীকৃতি পেয়েছে। বিশেষত সামাজিক ক্ষেত্রের প্রকল্পগুলি। গত এপ্রিলেই জেনিভায় ওয়ার্ল্ড সামিট অন ইনফর্মেশন সোসাইটির অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের 'উৎকর্ষ বাংলা' প্রকল্প পুরস্কৃত হয়। লাখ-লাখ ছাত্রের ভবিষ্যৎ নির্মাণের এই প্রকল্প রূপায়িত করছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। পুরস্কৃত করে রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ এক সংস্থা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.