বিজেপি করার অপরাধে গণধর্ষণ মহিলাকে! অভিযোগের তির তৃণমূলের দিকে
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে উত্তপ্ত রাজ্যের একাধিক এলাকা। কোথাও আক্রান্ত হয়েছেন শাসক দলের সমর্থক, আবার কোথাও আক্রান্ত বিরোধী দলের সমর্থক।
একাধিক এলাকা থেকে থেকে এখনও ঘর ছাড়া বহু বিরোধী দলের সমর্থক। আর এবার এক মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটল। অভিযোগের তির তৃণমূলের দিকে।
বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল খেজুরিতে। অভিযোগর তির তৃণমূল কংগ্রেসের ১০ জন নেতা ও কর্মীর দিকে। এই গণধর্ষণের ঘটনাটি ঘটেছে খেজুরির তালপাটির সাহেবনগর এলাকায়।
ওই নির্যাতিতা মহিলার অভিযোগ, এবারের নির্বাচনে বিজেপি করায় তাঁকে কয়েক মাস ধরেই নানা হুমকি, কটূক্তি করছিল কয়েক ওখানের কয়েকজন দুষ্কৃতী। সম্প্রতি তাঁকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগও করেন ওই মহিলা। মহিলার অভিযোগ, তৃণমূলের ১০ জন নেতা ও কর্মীর বিরুদ্ধে। যদিও এই গণধর্ষণের অভিযোগ নেয়নি কাঁথি থানা। এরপরই ওই নির্যাতিতা মহিলা কাঁথি আদালতে অভিযোগ দায়ের করেন।
একাধিক এলাকা থেকে থেকে এখনও ঘর ছাড়া বহু বিরোধী দলের সমর্থক। আর এবার এক মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটল। অভিযোগের তির তৃণমূলের দিকে।
বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল খেজুরিতে। অভিযোগর তির তৃণমূল কংগ্রেসের ১০ জন নেতা ও কর্মীর দিকে। এই গণধর্ষণের ঘটনাটি ঘটেছে খেজুরির তালপাটির সাহেবনগর এলাকায়।
No comments