ভারত থেকে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন কারা ? পড়ুন
নজরবন্দি ব্যুরো: এবার নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ৪৪ বছরের ইতিহাসে প্রথম ট্রফি জয় ইংল্যান্ডের। আর এই বিশ্বকাপ শেষ হবার পরেই নতুন র্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। বিরাটের ভারতকে টপকে এক নম্বরে উঠল ইংল্যান্ড।
তিন নম্বরে নিউজিল্যান্ড। যদিও ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট। র্যাঙ্কিংয়ে উন্নতি করলেন উইলিয়ামসন, জাডেজারা। বোলারদের তালিকায় এক নম্বরে রইলেন ভারতের বুমরাহ। আইসিসির একদিনের সেরা একাদশে জায়গা করে-নিল রোহিত। অপ্রত্যাশিত ভাবে বাদ কোহলি।
এই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। আর এই জয়ের পরেই একদিনের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এল ইংল্যান্ড। ভারতকে টপকে র্যাঙ্কিং শীর্ষে মর্গ্যানরা। বিশ্বকাপের মাঝেই ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠেছিলেন ভারত। কাপ জিতে নিজেদের শীর্ষস্থান ফিরে পেল ইংল্যান্ড। বিশ্বকাপ রানার্স নিউজিল্যান্ড এবার তিন নম্বরে। অস্ট্রেলিয়া চার নম্বরে। যদিও বিশ্বকাপে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট।
ওই দলে ভারত থেকে থাকছে ২ জন। রোহিত, বুমরাহ। অধিনায়ক উইলিয়ামসন। থাকছে ফার্গুসন। দলে কাপ জয়ী ইংল্যান্ডের ৪ ক্রিকেটার। জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও জোফ্রা আর্চার। উইকেটকিপার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি সঙ্গে মিচেল স্টার্ক। অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বাদশ ব্যাক্তি ট্রেন্ট বোল্ট।
তিন নম্বরে নিউজিল্যান্ড। যদিও ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট। র্যাঙ্কিংয়ে উন্নতি করলেন উইলিয়ামসন, জাডেজারা। বোলারদের তালিকায় এক নম্বরে রইলেন ভারতের বুমরাহ। আইসিসির একদিনের সেরা একাদশে জায়গা করে-নিল রোহিত। অপ্রত্যাশিত ভাবে বাদ কোহলি।
ওই দলে ভারত থেকে থাকছে ২ জন। রোহিত, বুমরাহ। অধিনায়ক উইলিয়ামসন। থাকছে ফার্গুসন। দলে কাপ জয়ী ইংল্যান্ডের ৪ ক্রিকেটার। জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও জোফ্রা আর্চার। উইকেটকিপার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি সঙ্গে মিচেল স্টার্ক। অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বাদশ ব্যাক্তি ট্রেন্ট বোল্ট।
No comments