Header Ads

দলবদলের জল্পনা উসকে রামকথা-র আয়োজন করতে চলেছেন মদন মিত্র!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বঙ্গে শক্তি বাড়িয়েছে বিজেপি। এর পর থেকে দল দলে তৃণমূলের সাধারণ সমর্থক থেকে নেতারা নাম লিখিয়েছে বিজেপিতে।
এবার জল্পনা উসকে রামকথার আয়োজন করতে চলেছেন প্রাক্তন বিধায়ক মদন মিত্র। ভবানিপুরে নিজের বাড়িতে চলতি মাসের ২৪ তারিখ রামভক্তদের নিয়ে রামকথার আয়োজন করবেন এই প্রাক্তন মন্ত্রী।

এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই অতিথিদের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে। এই অনুষ্ঠান শেষে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। বরাবর এলাকায় বেশ জনপ্রিয় মদন মিত্র। রাজনৈতিক ক্ষমতা কিছুটা কমলেও, জনপ্রিয়তায় তেমন একটা চিড় ধরেনি মদন মিত্রের। তাই তাঁর আয়োজিত অনুষ্ঠানে বহু মানুষ যে উপস্থিত থাকবেন তা নিশ্চিত ভাবে বলা যায়।
রাজনৈতিক মহলে প্রশ্ন, তবে হঠাৎ করে কেন রামকথা ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। বিগত ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করেন মদন মিত্র। পবন সিংয়ের কাছে হারলেও, দলের প্রতি তাঁর আস্থার কথা তিনি জানিয়েছেন বহু বার।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে দলবদলের হিড়িকে বেশ চাপে তৃণমূল নেত্রী। তবে গত জুন মাসে, ফেসবুক লাইভে তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করে কিছু প্রশ্ন তোলেন।  ২০১৬ সালের নির্বাচনে পরাজয়ের জন্য তিনি দায়ী করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, আবার কাটমানি বিতর্ক নিয়েও ছুঁড়ে দিয়েছিলেন কটাক্ষ। তিনি বলে ছিলেন 'এখন সামনে সব রাস্তাই খোলা আছে'।  তারপরই তাঁর এই মন্তব্য নিয়ে দলের অন্দরে শুরু হয় বিতর্ক। এমন পরিস্থিতিতে মদনের রামকথা-র আয়োজন স্বাভাবিকভাবেই উসকে দিচ্ছে দল বদলের জল্পনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.