Header Ads

৪ বছরের বিলিই কি লেডি ডায়নার ‘জাতিস্মর’? চমকে দেবার মত ঘটনা।

নজরবন্দি ব্যুরোঃ লেডি ডায়নার অপঘাত মৃত্যুর কথা সবাই জানে। পাপারাত্জির তাড়ায় গাড়ি নিয়ে ছুটতে গিয়ে টানেলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় ব্রিটেনের রাজবধূর। কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটেছে এখন। ‘জাতিস্মর’ কথাটি আমার শুনেছি। গল্পে পরেছি সিনেমাতে দেখেছি। কিন্তু বাস্তবে কি দেখেছি? বেশীরভাগ মানুষ এর উত্তরে বলবেন না। কিন্তু এই রকমই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। ডায়না কে নিয়ে। অস্ট্রেলিয়ার টেলিভিশন প্রেজেন্টার ডেভিড ক্যাম্পবেল নামে এই ব্যক্তি দাবী করেছেন তাঁর বছর চারেকের ছেলে বিলি নিজেকে লেডি ডায়না বলে মনে করেন।
কিন্তু শুধুই মুখের কথা নয়, ডায়নার জীবনের এমন কিছু ঘটনার খুঁটিনাটি বর্ণনা দিয়েছে সে যা ওই বয়সের শিশুর পক্ষে জানা বা বলা সম্ভব নয়। এমনটাও নয় যে তার সামনে লেডি ডায়নাকে নিয়ে বাড়ির বড়রা কোনও আলোচনা করতেন। একটি পত্রিকায় ক্যাম্পবেল লেখেন, বিলির বয়স তখন দুই। হঠাত্ একদিন ডায়নার ছবিতে আঙুল দেখিয়ে বিলি বলে ‘এটা আমি, যখন রাজকন্যা ছিলাম’। বিলির কথাবার্তা শুনে অনেকেই তাকে জাতিস্মর বলেই দাবি করছেন। সেই ছোট্ট বিলির ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে কোনও ধারণা থাকার কথাই নেই।
 অথচ সে বলে ‘জন’ নামে তার এক ভাই ছিল অদ্ভুত ব্যাপার হল ডায়নার ভাই জন তার জন্মের আগে মারা গিয়েছিলেন। ডায়নার দুই ছেলে উইলিয়াম ও হ্যারির নামও জানে বিলি। এখানেই শেষ নয়, প্রিন্সেসের নিবাস বলমোরাল প্রাসাদের হুবহু বর্ণনাও দিতে পারে সে। এমনকী প্রাসাদের কারুকার্যে শিংওয়ালা ঘোড়া ‘ইউনিকর্ন’ রয়েছে বলেও বর্ণনা দিয়েছে বিলি। ছেলের কথা যত শুনেছেন, ততই অবাক হয়েছেন ক্যাম্পবেল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.