Header Ads

বিপ্লবের পর টলিউডের গেরুয়া সংগঠনে এবার মাধবী মুখোপাধ্যায়।

নজরবন্দি ব্যুরোঃ টলিউডের অন্দরে ঘাসফুল বনাম পদ্মফুলের সংঘাত ক্রমশ জোরদার হচ্ছে। টলিউডে ইতিমধ্যেই গঠন হয়ে গিয়েছে বিজেপি নিয়ন্ত্রিত দু-দুটি সংগঠন। শুরু হয়ে গিয়েছে রং বদলের পালাও। আর এই ব্যপারে আবার চমক দিল বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। বিপ্লব চট্টোপাধ্যায়ের পরে এ বার বিসিপি-র পাশে দাঁড়ালেন টলিউডের আর এক প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে বিসিপি সুতরাং তাদের পাশে সকলের থাকা উচিত। ভিডিয়ো বার্তায় মঙ্গলবার এমনই আহ্বান জানিয়েছেন মাধবী মুখোপাধ্যায়।
 কিন্তু কেন তিনি বঙ্গীয় চলচ্চিত্র পরিষদে যোগ দিলেন? অভিনেত্রী জানিয়েছেন টলিপাড়ার দুঃস্থ শিল্পীদের সাহায্যার্থে অনেকদিন আগে হাত বাড়িয়েছিলেন উত্তমকুমার, কাননদেবী। সেসব আজ স্মৃতি। বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ আবার সেই একই কাজ করছে। তাই তাঁর মনে হয়, সবার সংগঠনটির পাশে থাকা উচিত। প্রসঙ্গত ২০০১ সালের বিধানসভা নির্বাচনে তত্কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন মাধবী।
 এ হেন প্রবীণ অভিনেত্রী এ বার বিজেপির সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য খোলাখুলি সওয়াল করায় টলিউডে গত বেশ কিছু বছর ধরে চলতে থাকা তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ফের কিছুটা ধাক্কা খেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.