Header Ads

বোমাবাজির কারণে ভাটপাড়া মাতৃসদন হাসপাতাল বন্ধ!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত ভাটপাড়া। সেই উত্তেজনা আরও বাড়ে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল ভাটপাড়া এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।
পরিস্থিতি স্বাভাবিক আছে। কিন্তু তার পরেও বার বার উত্তপ্ত হয়েছে ভাটপাড়া।
এবার ভাটপাড়া পৌরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতালে বন্ধ করা হল। সোমবারের তাণ্ডবের জেরে আজ বন্ধ হাসপাতাল। হাসপাতালের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। আজ হাসপাতালে দেখা নেই কোনও রোগীর। আজ হাসপাতালে অনুপস্থিত চিকিৎসক থেকে কর্মীরাও।
এখনও থমথমে ভাটপাড়া। গোটা এলাকা শুনশান ।
সোমবার থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় ভাটপাড়া, কাঁকিনাড়া-য়। চলছে বেপরোয়া বোমাবাজি, পুলিশের সঙ্গে গুলির লড়াই দুষ্কৃতীদের।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। গতকাল ঘোষপাড়া রোডে ষাটটিরও বেশি বোমা পড়েছে। প্রশাসনের সামনেই চলছে এই তাণ্ডব। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.