Header Ads

হালিশহর পুর বোর্ড বিজেপির দখলে থাকবে: শুভ্রাংশু রায়

নজরবন্দি ব্যুরো: হালিশহর পুরসভার হাল ছাড়তে নারাজ বিজেপি। হালিশহর পুরসভার অধিকাংশ কাউন্সিলর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিয়েছেন।
যার ফলে হালিশহর পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেল বলে মনে করছে বিশেষজ্ঞরা।  তবে হালিশহর পুর বোর্ডের দখল বিজেপির হাতেই থাকবে, এমন চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা ও মুকুল পুত্র বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের পুর প্রধানের বিরুদ্ধে বিজেপি কাউন্সিলররা শীঘ্রই অনাস্থা প্রস্তাব আনবেন। তাঁর কথা অনুসারে,এখনও  তার সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূলের কাউন্সিলররা।
তাই ভোটাভুটি হলে হালিশহর পুরসভা বিজেপির দখলেই চলে আসবে, এমন কথা জানালেন মুকুল পুত্র।
এর পরেই তিনি দাবি করেন, বিজেপির সাংসদরা দিল্লী থেকে ফিরলেই হালিশহর পুরসভা নিয়ে বৈঠক হবে। ওই বৈঠকে ভবিষ্যতে কি পথে এইরকম সমস্যা মোকাবিলা করা হবে তা নিয়েও পরিকল্পনা করবে দল। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেন হালিশহর পুরসভা কোনও মতেই ধরে রাখতে পারবে না তৃণমূল কংগ্রেস।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.