Header Ads

আবার বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী।

নজরবন্দি ব্যুরোঃ আবার দেশের বর্ষ শেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী। এর আগে ২০০৭-এ প্রথমবার ২০০৮,২০১৯ পরপর তিন বছর তিনি বর্ষ শেরা হয়েছিলেন। তারপর আবার ২০১৩, ২০১৪ এবং ২০১৭ সালে দেশের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন সুনীল। ফের গত বছর দারুণ পারফরম্যান্স করে ২০১৮-২০১৯ মরশুমে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন তিনি। ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন সুনীল।
 আর দেশের হয়ে গোলের নিরিখে লিওনেল মেসির থেকে বেশি গোল রয়েছেন তিনি। ভেঙেছেন মেসির রেকর্ড। তাঁর আন্তজিতিক গোলের সংখ্যা ১৪৭। যা এখন রোনাল্ডোর গোলের সংখ্যার চাইতে ২ টি কম। বর্ষসেরা ফুটবলার হওয়ার পর তাঁর প্রতিক্রিয়া আমি পুরস্কারের জন্য কোনও দিন খেলিনি। কিন্তু এটা একটা দারুণ অনুভূতি। এটা আমাকে আরও ভালো খেলতে সাহায্য করবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.