যুবরাজের আক্ষেপ!
নজরবন্দি ব্যুরোঃ যুবরাজ সিং টানা ১১ বছর আইপিএল খেলেছেন কিন্তু কোন দলেই তিনি স্থায়ী হতে পারেননি। আইপিএল এর দলগুলির মধ্যে দু একটা দল ছাড়া প্রায় সব দলেই তিনি এই ১১ বছরে খেলেছেন। সরব শেষ তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। আর এই নিয়ে তার আক্ষেপের কথা এবার নিজে মুখে বলে ফেললেন। কলকাতাই এক অনুষ্ঠানে এসে তিনি বলেন বহু দিন ধরে আইপিএল খেলেছি। কিন্তু কোনও দলে স্থায়ী হতে পারিনি। বলা যেতে পারে এটা একটা আক্ষেপ। ২০১৪ সালে কেকেআর এ খার কথা ছিল তাঁর কিন্তু বেশি টাকা দিয়ে কিনে নিয়েছিল আরসিবি।
তিনি বলেন “সেই মরসুমটাই আমার বিচারে সব চেয়ে সেরা। এর থেকে ভাল আর কোনও আইপিএলে খেলিনি”। আই পি এল চ্যাম্পিয়ন নিয়ে যুবি বলেন “যে ক'টি দলের হয়ে আইপিএল খেলেছেন প্রত্যেকটিতেই খুব ভাল ব্যবহার পেয়েছি, তবে বিশেষ স্মৃতি জড়িয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে। প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিই অন্য”।
কোন মন্তব্য নেই