Header Ads

আজও কি রয়েছে বৃষ্টির ভ্রুকুটি? কি বলছে হাওয়া অফিস?

নজরবন্দি ব্যুরোঃ ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার বৃষ্টিতে ভেসে গিয়েছে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল। নিউজিল্যান্ড এর ৪৬.১ ওভার পরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়াররা। কিন্তু সেমিফাইনালে ও ফাইনালে রিজার্ভ ডে থাকায় বুধবার শুরু হওয়ার কথা ভারত-নিউজিল্যান্ডের অপরিসমাপ্ত ম্যাচ। অর্থাৎ গত কাল যেখান থেকে খেলা শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে আজ।
 বিকেল ৩টে থেকে আবার খেলা শুরু হবে সেমিফাইনালের। সবার চিন্তা ম্যাঞ্চেস্টারের আবহাওয়া নিয়ে। খারাপ খবর হল বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ম্যাঞ্চেস্টারে। তবে জানা যাচ্ছে, আজও ম্যাঞ্চেস্টারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় সময় দুপুরের পরেই বৃষ্টির সম্ভাবনা বেশি। ফলে প্রথমার্ধে খেলা শেষ হওয়া বিশেষ কোনো সমস্যার হয়তো হবে না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.