আবার সেই চেনা দৃশ্য! জল বাঁচাতে তিলোত্তমার রাজপথে ১২ই জুলাই পদযাত্রা মমতা-র!
নজরবন্দি ব্যুরোঃ আবার সেই চেনা দৃশ্য দেখবে তিলোত্তমা কলকাতা। রাজপথে কয়েক হাজার মানুষের সঙ্গে পা মিলিয়ে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ১লা জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিবস অর্থাৎ ডক্টর্স ডে উপলক্ষ্যে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারের উদ্বোধন করে সমাজের বিশিষ্ট চিকিৎসকদের সম্মান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী ২৯ জন চিকিৎসক কে বিশেষ চিকিৎসা সম্মান প্রদান করেন।এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আগামী ১২ই জুলাই রাজ্য জুড়ে 'জল বাঁচাও , জীবন বাঁচাও' দিবস পালনের ডাক দেন। ট্রমা কেয়ারের উদ্বোধন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন জলসংকট ঘিরে জন সচেতনতা গড়ে তুলতে তাঁর সরকার পালন করবে 'সেভ ওয়াটার ডে'। আগামী ১২ই জুলাই কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক পদযাত্রা হবে, যাতে অংশ নেবেন সমাজের সর্বস্তরের মানুষ।
ওই দিন থেকে রাজ্য সরকার শুরু করবে 'সেভ ওয়াটার , সেভ লাইফ' অভিযান। ১২ই জুলাই দুপুর ৩ টের সময় জোড়াসাঁকো থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত চলবে পদযাত্রা। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ১৪ই জুলাই কন্যাশ্রী দিবস যেমনভাবে পালিত হচ্ছে, সেভাবেই ১২ জুলাই 'জল বাঁচাও, জীবন বাঁচাও' দিবসও পালিত হবে এবার থেকে।
Loading...
কোন মন্তব্য নেই