Header Ads

আদালতের নির্দেশে ফের আটকে গেল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ!

নজরবন্দি ব্যুরো: ফের শিক্ষক নিয়োগে জটিলতা। ইন্টার্ভিউ শুরু হওয়ার ঠিক আগেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রশিক্ষণ-হীন প্রার্থীকে ইন্টার্ভিউতে ডাকার অভিযোগ জানিয়ে দায়ের হওয়া মামলার ভিত্তিতে শিক্ষক নিয়োদের উপর স্থগিতাদেশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য।

যদিও মন্দের ভাল, নিয়োগের উপর স্থগিতাদেশ দিলেও ইন্টার্ভিউ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছেন বিচারপতি।
সোমবার প্রশিক্ষণপ্রাপ্তদের মামালার ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশনকে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। মামলাকারীদের অভিযোগ, কম নাম্বর পাওয়া সত্ত্বেও প্রশিক্ষণ-হীন এক চাকরি-প্রার্থীকে ডেকেছে কমিশন। কিন্তু, কমিশন যখন বলছে, প্রশিক্ষণ-হীনদের কোনও ভাবেই সুযোগ দেওয়া হবে না, তখন কেন বিতর্ক বাড়িয়ে প্রশিক্ষণ-হীনদের ডাকা হচ্ছে। উদাহরণ হিসাবে আজ মামলাকারীদের তরফে অভিযোগ করা হয়, আয়েশা খাতুন নামের এক প্রশিক্ষণ-হীন চাকরি-প্রার্থীকে ডাকা হয়েছে।
কিন্তু, গত ২৮ জুন বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছিল, কোনও প্রশিক্ষণ-হীনকে এমন কাউকে এবারে ডাকা হবে না। কিন্তু, তার পরও কেন এমন করছে কমিশন? যদিও কমিশনের তরফে এই ঘটনাকে খারিজের চেষ্টা করা হয়। তবে, কমিশনের যুক্তি আদালতে টেকেনি। আদালতের তরফে সব পক্ষের সওয়াল জবাব শোনার পর নিয়োগের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। ইন্টার্ভিউ চললেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা যাবে না বলে এদিন সাফ জানিয়ে দেন বিচারপতি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.