কার দখলে থাকবে টলিউড? তা নিয়ে বিজেপির দুই সংগঠনের মধ্যে মতপার্থক্য এবার প্রকাশ্যে।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বিজেপির উত্থানের পর থেকেই বেনোজল ঢোকা নিয়ে বিতণ্ডা বেঁধেছে আরএসএস-এর সঙ্গে। আর এবার এই বিতর্ক চলে এলো প্রকাশ্যে। ঘটনা হল টলি পারায় দুটি সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ও ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশন। যার মাথা তৃণমূল থেকে আসা শঙ্কুদেব পন্ডা ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। এই দুই সংগঠনের মধ্যে শুরু হয়েছে ঝামেলা।
সোমবার শঙ্কু দাবী করেন তাদের সংগঠন আর এস এস অনুমোদিত কিন্তু তা মানতে চাইছে না বিজেপি। কারণ স্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশন কে স্বীকৃতি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের আবার দাবি, অগ্নিমিত্রার সংগঠন তাঁদের সংগঠনেরই অংশ। যা মানতে নারাজ অগ্নিমিত্রারা। জানিয়ে এই দুই সংগঠনের মধ্যে চলছে দরি টানাটানি। কার দখলে থাকবে টলিপাড়া।
সোমবার শঙ্কু দাবী করেন তাদের সংগঠন আর এস এস অনুমোদিত কিন্তু তা মানতে চাইছে না বিজেপি। কারণ স্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশন কে স্বীকৃতি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের আবার দাবি, অগ্নিমিত্রার সংগঠন তাঁদের সংগঠনেরই অংশ। যা মানতে নারাজ অগ্নিমিত্রারা। জানিয়ে এই দুই সংগঠনের মধ্যে চলছে দরি টানাটানি। কার দখলে থাকবে টলিপাড়া।
Loading...
কোন মন্তব্য নেই