Header Ads

শাস্ত্রীই থাকছেন ভারতীও দলের কোচ! গায়কোয়াড়ের মন্তব্যে শোরগোল ক্রিকেট মহলে।

নজরবন্দি ব্যুরোঃ রবি শাস্ত্রী কি ভারতীয় দলের কোচ থাকছেন? ক্রিকেট মহলের অন্দরে যে লাখ টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাঁর সমাধান পাওয়া গেল বিসিসিআই নির্ধারিত ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড়ের বক্তব্যে। এক সাক্ষাত্কারে অংশুমান পরিষ্কার জানিয়ে দিলেন পারফর্মেন্সের বিচারে রবি শাস্ত্রীই থাকছেন ভারতীয় দলের কোচের দায়িত্বে। তিনি আরও বলেন পারফরম্যান্স দেখলে রবি যথেষ্ট ভাল কাজ করেছেন। রবি শাস্ত্রীর বিষয় বাদ দিলে অন্য কোচিং পজিশনে বাছাই করা হবে।
এটা নির্ভর করছে, কে আবেদন করছেন এবং বিসিসিআইয়ের নিজস্ব যোগ্যতামান তাদের রয়েছে কিনা এই বিষয়ের উপরে। প্রসঙ্গত আগামী ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা। আর সেই আবেদন কারীদের মধ্যে থেকে কোচ বেছে নেবেন কপিল দেব, অংশুমান গায়াকোয়াড় এবং শান্তা রঙ্গস্বামীকে নিয়ে গঠিত তিন সদস্যের এক কমিটি । কিন্তু তার আগেই গায়কোয়াড়ের এই মন্তব্য শোরগোল ফেলেছে ক্রিকেট মহলে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.