Header Ads

মদ্যপ অবস্থায় বান্ধবীকে বেদম মার! পলাতক অভিনেতা লোকেশ।

নজরবন্দি ব্যুরোঃ এখন আর তেমন ভাবে তাঁকে বড় পর্দায় দেখা যায়না, কিন্তু ৯০ এর দশকের জমানায় লোকেশ বাংলা ইন্ডাস্ট্রির বেশ পরিচিত নাম। এই অভিনেতা লোকেশের বিরুদ্ধেই উঠল মদ্যপ অবস্থায় এক মহিলা কে শ্লীলতাহানির অভিযোগ।
মহিলা একজন গায়িকা, জানা গিয়েছে গত ২ বছর ধরেই তাঁর সাথে বিশেষ সম্পর্ক রয়েছে লোকেশের।
গতকাল ওই মহিলাকে বিকেল ৪টে নাগাত ফোন করে ফ্ল্যাটে ডাকেন লোকেশ, বলে তাড়াতাড়ি চলে আসতে কারন তাঁর ভীষন পেট ব্যাথা করছে। শুনে বান্ধবী দ্রুত পৌঁছে যান লোকেশের ফ্ল্যাটে, সেখানে গিয়ে তিনি দেখেন অভিনেতা আকণ্ঠ মদ্যপান করে বসে রয়েছে এবং তখনও চলছে মদ্যপান।
লোকেশের বান্ধবী বাঁধা দেন মদ খেতে। বচসা শুরু হয় দুজনের মধ্যে। সেই সময় লোকেশের ফোন ঘেঁটে মহিলা জানতে পারেন তাঁর সাথে শুধু তিনি নয় একাধিক মহিলার রয়েছে নিবিড় সম্পর্ক। ব্যাস এর পরেই তীব্র ঝগড়া ঝাটি পৌঁছে যায় হাতাহাতি তে।
লোকেশ লাথি, ঘুষি মারার পর কাঁচের বোতল ছুঁড়ে মারেন তাঁকে বলে অভিযোগ মহিলার। মার খেয়ে মহিলা বেরিয়ে আসেন লোকেশের পি মজুমদার রোডের ফ্ল্যাট থেকে, সোজা যান কসবা থানায়। অভিযোগ করেন তিনি, তখন ঘড়িতে রাত ১১টা। এরপরেই পুলিশ পৌঁছায় লোকেশের ফ্ল্যাটে। কিন্তু লোকেশ তখন পগার পার, তাঁকে খুজছে কসবা থানার পুলিশ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.