কৃষকবন্ধু প্রকল্পের চেক বিলি ও কৃষকদের নিয়ে সচেতনতা শিবির কুমার গ্রামে।
হরিপদ পাল, কামাখ্যাগুড়ি: কৃষি দপ্তরের উদ্যোগে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের দঃ তেলিপাড়া ফারমার্স ক্লাবে ও ভল্কা বারোবিশা ১ নং গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে শুক্রবার কৃষকদের নিয়ে সচেতনতামুলক শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা রাজীব পোদ্দার, এইও নৃপেন ভৌমিক সহ অনেকেই। দক্ষিন তেলিপাড়া ফারমার্স ক্লাবে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক ধনঞ্জয় সাহা, সভাপতি প্রলয় সরকার প্রমুখ।
এদিন তেলিপাড়ায় শিবিরে ১২০ জন ও ভল্কা বারোবিশার শিবিরে ১৫০ জন কৃষক অংশগ্রহন করেন বলে জানা গিয়েছে। দক্ষিন তেলিপাড়ায় শিবিরে ১২ জন কৃষকের হাতে কৃষকবন্ধু চেক তুলে দেওয়া হয়। ব্লক সহ কৃষি অধিকর্তা রাজীব পোদ্দার জানান, 'এদিনের শিবিরে কৃষকদের কৃষি যন্ত্রপাতি কেনার জন্য নাম নথিভুক্ত করা হয়। ছোট বড় সমস্ত কৃষিযন্ত্রেই রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে। সেই সঙ্গে ফসল বিমার বিষয়েও কৃষকদের অবগত করানো হয়।' সেইসঙ্গে এলাকার বেশ কিছু চাষের জমির মাটি পরীক্ষা করা হয় বলেও জানা গিয়েছে। কৃষকদের স্বনির্ভর হতে সাহায্য করাই এদিনের শিবিরের উদ্দেশ্য বলে জানান দঃ তেলিপাড়া ফারমার্স ক্লাবের সম্পাদক ধনঞ্জয় সাহা।
এদিন তেলিপাড়ায় শিবিরে ১২০ জন ও ভল্কা বারোবিশার শিবিরে ১৫০ জন কৃষক অংশগ্রহন করেন বলে জানা গিয়েছে। দক্ষিন তেলিপাড়ায় শিবিরে ১২ জন কৃষকের হাতে কৃষকবন্ধু চেক তুলে দেওয়া হয়। ব্লক সহ কৃষি অধিকর্তা রাজীব পোদ্দার জানান, 'এদিনের শিবিরে কৃষকদের কৃষি যন্ত্রপাতি কেনার জন্য নাম নথিভুক্ত করা হয়। ছোট বড় সমস্ত কৃষিযন্ত্রেই রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে। সেই সঙ্গে ফসল বিমার বিষয়েও কৃষকদের অবগত করানো হয়।' সেইসঙ্গে এলাকার বেশ কিছু চাষের জমির মাটি পরীক্ষা করা হয় বলেও জানা গিয়েছে। কৃষকদের স্বনির্ভর হতে সাহায্য করাই এদিনের শিবিরের উদ্দেশ্য বলে জানান দঃ তেলিপাড়া ফারমার্স ক্লাবের সম্পাদক ধনঞ্জয় সাহা।

No comments