Header Ads

অপারেশন বিজয়, কারগিল যুদ্ধের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

নজরবন্দি ব্যুরোঃ গতকাল অর্থাৎ ২৬শে জুলাই দেশজুড়ে পালিত হল কারগিল বিজয় দিবস। ২০ বছর আগে ওইদিনে পাকিস্তানের হার থেকে কারগিল উদ্ধার করেছিল ভারতের সেনাবাহিনী। অপারেশন বিজয় এর জয় এসেছিল ৫১৭ জন ভারতীয় জওয়ানের প্রানের বিনিময়ে।
সেই থেকে প্রতি বছর দেশজুড়ে পালিত হয় বিজয় দিবস।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্মরন করেছেন অপারেশন বিজয়ের। নিজস্ব ট্যুইটার থেকে তিনি ট্যুইট করে তিনি জানিয়েছেন, ১৯৯৯ সালের যুদ্ধের সময় তিনি কারগিলে গিয়েছিলেন, সেই সময় দলের হয়ে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে কাজ করছিলেন তিনি। সেখান থেকেই কারগিলে যান তিনি এবং দেখা করেন বীর সেনানীদের সাথে। তিনি জানিয়েছেন সেই সময়ের কাটানো মূহুর্ত গুলো তাঁর কাছে আজীবন স্মরনীয় হয়ে থাকবে।
পাশাপাশি কিছু ছবিও পোষ্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দেখা যাচ্ছে আহত জওয়ানদের সাথে কথা বলছেন তিনি।
উল্লেখ্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর জওয়ানদের কথা মাথায় রেখে 'ওয়ান ব়্যাংক ওয়ান পেনশন' চালু করেন।
দেখুন প্রধানমন্ত্রীর পোস্ট করা ছবিগুলি।





Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.