সারদা মামলায় নতুন করে ৬ জন কে নোটিস পাঠাল ইডি। তালিকায় কারা জানেন?
নজরবন্দি ব্যুরোঃ বছর আসে বছর যায়, কিন্তু শেষ হয়না আর্থিক কেলেঙ্কারির তদন্ত। যেমন এই রাজ্যে সারদা,নারদা সহ বেশ কিছু চিট ফাণ্ড কেলেঙ্কারির মামলা চলছে। সিবিআই, ইডি এই মামালার তদন্তে করছে। কিন্তু এবার সারদা মামলায় নতুন করে বেশ সক্রিয় হয়েছে ইডি। সুত্রের খবর এই মামলায় নতুন করে ৬ জনকে নোটিস পাঠানো হয়েছে। এই তালিকায় রয়েছেন শতাব্দী রায়, কুণাল ঘোষ, দেবব্রত সরকার, অরিন্দম দাস, সন্ধির আগরওয়াল এবং সজ্জন আগরওয়াল। আগামী সপ্তাহে এঁদের হাজিরা দিতে বলা হয়েছে।
সুত্রের আরও খবর ইডি-র লিস্টে থাকা প্রত্যেক ব্যক্তির ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে ইডির অফিসাররা সন্তুষ্ট হতে পারেন্নি তাই তাঁদের আবার নোটিস পাঠানো হয়েছে। উলেক্ষ্য এর আগে এই বছরের প্রথম দিকে সারদা তদন্ত নিয়ে সক্রিয়তা দেখিয়েছে সিবিআই। প্রথম তদন্তকারী অফিসার প্রভাকর নাথকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আইপিএস অর্ণব ঘোষ ও রাজিব কুমারকেও।
No comments