কেন্দ্রের রাস্তায় হেঁটে সরকারি চাকরি-শিক্ষায় সংরক্ষণের বিজ্ঞপ্তি রাজ্যের!
নজরবন্দি ব্যুরো: আগেই এই সংরক্ষণের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে-পড়া শ্রেণীর জন্য ১০ শতাংশ সংরক্ষণের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
মোদী সরকারের অনুকরণে পারিবারিক আয় বছরে আট লক্ষ টাকার কম থাকলে এই সুবিধা পাবেন। এর পাশাপাশি মোদী সরকারের নিয়ম মতন বাড়ির আয়তনের ভিত্তিতে কিছু মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছে। আবাসিক ফ্ল্যাটের আয়তন এক হাজার বর্গফুটের কম হলে তবেই আর্থিকভাবে পিছিয়ে পড়া হিসেবে গণ্য করা হবে। যদি পুর এলাকায় বাড়ি হয় তার আয়তন হতে হবে একশো বর্গ গজের কিছু কম। অপর স্থানে এটা দুশো বর্গ গজের কম হতে হবে। আবার পাঁচ একর বা তার বেশি কৃষি জমি থাকলে এই সুবিধা পাবে না।
পরিবারের মূল সম্পত্তিকে বিচার করে এই সু্যোগ দেওয়া হবে। রিজার্ভ ক্যাটাগরির সুযোগ ও সুবিধা যারা পাননা তাঁরাই শুধু এই বিশেষ ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন, এটাও জানিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও এই সংরক্ষণের সুবিধা পাবেন ওই আর্থিক ভাবে পিছিয়ে পড়ারা। তবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ছাড় দেওয়া হয়েছে।
No comments