Header Ads

বজ্র আঁটুনি ফোস্কা গেরো! খোদ SSKM হাসপাতালে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার!

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল রাজ্যে, রোগীর আত্মীয়রা এক জুনিয়ার ডাক্তার কে ব্যাপক মারধোর করে। পরে চলে ডাক্তারদের স্ট্রাইক, নাজেহাল অবস্থায় বেশ কিছুদিন কাটায় রাজ্যবাসী ও রাজ্য সরকার। পরে জুনিয়ার ডাক্তারদের বেশ কিছু দাবি সরকার মেনে নিলে বেরিয়ে আসে রফাসূত্র। স্বাভাবিক হয় হাসপাতালের পরিবেশ, বাড়ে সিকিওরিটি।
কিন্তু অবস্থা কি বদলেছে? প্রশ্ন উঠে গেল নতুন একটি ঘটনায়। আজ ভোররাতে এসএসকেএম হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল রোগীর ঝুলন্ত মৃতদেহ।
মৃতের নাম কার্তিক মিস্ত্রি, বয়েস ৫৬ বাড়ি সোনারপুর। গত ১ জুলাই থেকে কার্ডিও থোরাসিক ভাসকুলার বিভাগে ভর্তি ছিলেন তিনি। গতকাল রাতে দীর্ঘক্ষন কার্তিক কে তাঁর বেডে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।
পরে রাত আড়াইটা নাগাত গলায় গামছার ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাথরুম থেকে। চিকিৎসার জন্যে ডাক্তারদের কাছে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ওই ব্যাক্তি কে। আপাতত সন্দেহ করা হচ্ছে এটা আত্মহত্যা, তবে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি।
প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালে ভর্তি রোগী বাথরুমে গিয়ে আত্মহত্যা করে কিভাবে? কি রকম সিকিওরিটির ব্যাবস্থা হল তাহলে এত কাণ্ডের পর! 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.